সম্প্রতি ছড়ানো একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ভারত-পাকিস্তান সংঘর্ষে একজন ভারতীয় পাইলটকে পাকিস্তান জীবিত আটক করেছে। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি আসলে ২০১৯ সালের, যার সঙ্গে বর্তমান সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। এটি মূলত বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া এয়ার শো-এর প্রস্তুতির সময় সূর্য কিরণ অ্যাক্রোবেটিক দলের দুটি জেট বিমানের সংঘর্ষে বিধ্বস্ত হওয়ার ঘটনা। সেই ঘটনায় একজন পাইলট নিহত ও দুজন আহত হয়েছিলেন।
‘TV9 Kannada’ এবং ‘The News Minute’ সহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিডিওটি ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারির এবং সম্পূর্ণভাবে একটি দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ মহড়ার দৃশ্য।এই ভিডিওকে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে যুক্ত করা এবং পাকিস্তানে পাইলট আটক দাবি করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
Tv9 Kannada: