Google search engine
HomeOthers২০ টাকার নোটে মন্দিরের ছবি যুক্ত করায় গভর্নরকে অপসারণের দাবি সম্পূর্ণ মিথ্যা...

২০ টাকার নোটে মন্দিরের ছবি যুক্ত করায় গভর্নরকে অপসারণের দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব

সম্প্রতি ঈদুল আজহার আগে প্রকাশিত ২০ টাকার নতুন নোটে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়ায়। এরই ধারাবাহিকতায় একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় যে, “মন্দিরের ছবি দেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুরকে বহিষ্কার করা হয়েছে।”

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন। গভর্নর মনসুর এখনো দায়িত্বে বহাল আছেন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও তার নাম গভর্নর হিসেবে উল্লেখ রয়েছে এবং কোনো বহিষ্কারের তথ্য নেই।

গুজবটি ছড়ানোর পরও, ১০ থেকে ১৩ জুন তিনি গভর্নর হিসেবে যুক্তরাজ্যে সরকারি সফর করেছেন এবং ব্যাংকের পক্ষ থেকে ১৪ জুন গণমাধ্যমে তার সফরের তথ্য নিশ্চিত করা হয়।

মূলধারার কোনো সংবাদমাধ্যমেও তার অপসারণ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। সুতরাং, ২০ টাকার নোটে মন্দিরের ছবি যুক্ত করায় গভর্নরকে অপসারণের দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

তথ্যসূত্র:

https://www.bb.org.bd/en/index.php/about/governor
https://shorturl.at/cOx3G
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular