Monday, June 23, 2025
Test
Google search engine
HomeOthersসন্ধানে এটা নিশ্চিত হওয়া গেছে পতাকার পরিবর্তনের এই দাবিটির কোন ভিত্তি নেই...

সন্ধানে এটা নিশ্চিত হওয়া গেছে পতাকার পরিবর্তনের এই দাবিটির কোন ভিত্তি নেই এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো গুজব

সম্প্রতি এক্স এ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন পরিবর্তন নিয়ে কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে @‌Defence_Index নামক একাউন্ট থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশ তার জাতীয় পতাকায় চাঁদ ও তারা যুক্ত করার কথা বিবেচনা করছে, এবং তারা পাকিস্তান ও তুরস্কের ইসলামিক প্রতীকসমূহের অনুকরণে একটি ডিজাইনও শেয়ার করেছে। পোস্টটি এখন পর্যন্ত ২ লক্ষ ৭ হাজারের বেশি ভিউ পেয়েছে এবং এটি পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তবে আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে দেখা যায় এই দাবি সম্পূর্ণ মিথ্যা; বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো পরিবর্তনের চিন্তাভাবনাই নেই। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের দাবির পক্ষে কোন তথ্যই খুঁজে পাওয়া যায়নি। পোস্টটিতে ধর্মীয় প্রতীক ব্যবহার করে পরিচয়ভিত্তিক বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাছাড়া @‌Defence_Index পরিচিত একটি প্রো-পাকিস্তান, এন্টি-ইন্ডিয়া অ্যাকাউন্ট, যারা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রচারণা চালিয়ে থাকে। তাই সন্ধানে এটা নিশ্চিত হওয়া গেছে পতাকার পরিবর্তনের এই দাবিটির কোন ভিত্তি নেই এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো গুজব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular