আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, মৌরিতানিয়ার ২১০ জনেরও বেশি হজযাত্রী নিয়ে একটি বিমান লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে এবং সবাই শাহাদাত বরণ করেছেন—এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
মৌরিতানিয়ার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের হজ পরিচালক এল ওয়ালি তাহা নিশ্চিত করেছেন যে, সকল মৌরিতানিয়ান হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন এবং কোনো দুর্ঘটনা ঘটেনি।
মৌরিতানিয়া এয়ারলাইন্স জানিয়েছে, ২০২৫ সালের হজ মৌসুমে ২৩, ২৪ ও ২৫ মে তারিখে তিনটি নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে সকল যাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবি—যেগুলো এই দুর্ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে—তাও ভুয়া বলে প্রমাণিত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পূর্বে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে।
সুতরাং, আলোচিত বিমান দুর্ঘটনার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং সাথে ব্যবহার করা ছবিটি ভিন্ন বিমান দুর্ঘটনার।
তথ্যসূত্র:
[https://ummid.com/…/mauritania-refutes-reports-of-hajj…](https://ummid.com/…/mauritania-refutes-reports-of-hajj… “”)
[https://www.mauritiustourtravels.com/…/mauritius…/…](https://www.mauritiustourtravels.com/…/mauritius…/… “”)