ভাইরাল হওয়া আলোচিত ছবিটি নিয়ে অনুসন্ধান চালিয়ে ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ‘The Times of Israel’ ওয়েবসাইটে ২০২১ সালের ১৫ আগস্ট প্রকাশিত “Houses burn as huge wildfire forces evacuation of six Jerusalem-area communities” শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যেখানে এই ছবিটি ব্যবহৃত হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইসরাইলে তীব্র তাপদাহ ও প্রবল বাতাসের কারণে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ২০২১ সালের আগস্টে সংঘটিত ওই দাবানলের পুরোনো ছবিটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক দাবির সঙ্গে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
‘The Times of Israel’ এর প্রতিবেদন: