বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম পরিচিত একটি ছবি বহু বছর ধরে ‘পাকিস্তানি সেনা একজন বাঙালিকে তল্লাশি করছে—তাকে হিন্দু না মুসলিম তা যাচাই করছে’ এই ব্যাখ্যায় প্রচারিত হয়ে এসেছে। কিন্তু প্রকৃত সত্য ভিন্ন। ছবিটি তুলেছেন খ্যাতনামা ভারতীয় ফটোসাংবাদিক কিশোর পারেখ। তার বই “Bangladesh: A Brutal Birth”-এ তিনি নিজেই ছবির ক্যাপশনে লেখেন—“Indian troops grimly round up villagers suspected to be Pakistani spies. They peer into Lungis in search of weapons…” অর্থাৎ, মিত্রবাহিনীর (ভারতীয় সেনা) সদস্যরা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে স্থানীয়দের শরীর তল্লাশি করছে।
এই ঐতিহাসিক ভুল প্রথম প্রকাশ্যে আনেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক নয়নিকা মুখার্জী। ২০১২ সালের একটি গবেষণাপত্রে তিনি স্পষ্টভাবে প্রমাণ করেন ছবিটির সেনা আসলে ভারতীয় সৈনিক। অথচ ১৯৭২ সালে ‘দৈনিক বাংলার বাণী’-তে অধ্যাপক গোলাম জিলানী নজরে মোরশেদ এই সৈনিককে ‘পাকিস্তানি’ বলে দাবি করেছিলেন—সেই ভুল তথ্যই ছড়িয়ে পড়ে গণমানুষের চেতনায়।