Google search engine
HomePoliticsসাদিক কায়েমের নামে প্রকাশিত এবং জনকণ্ঠকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ডটি জাল ও সম্পাদিত

সাদিক কায়েমের নামে প্রকাশিত এবং জনকণ্ঠকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ডটি জাল ও সম্পাদিত

সম্প্রতি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের নামে “শাহা’দাতের তামান্না নিয়ে পথে নেমেছি৷ ভয় শুধু আল্লাহর। ইরানের পথের রওনা দিলাম।” শীর্ষক একটি মন্তব্যসহ জনকণ্ঠের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আলোচিত ফটো কার্ডটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, সাদিক কায়েম এমন মন্তব্য করেননি এবং দৈনিক জনকণ্ঠও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

আসলে জনকণ্ঠের ফেসবুক পেজে ১৮ জুন প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল সম্পাদনার মাধ্যমে বিকৃত করা হয়েছে। মূল ফটোকার্ডে শুধু “শাহা’দাতের তামান্না নিয়ে পথে নেমেছি। ভয় শুধু আল্লাহর।” শীর্ষক বাক্য ছিল, কিন্তু প্রচারিত কার্ডটিতে এর সঙ্গে “ইরানের পথের রওনা দিলাম।” অংশটি ভুয়া ভাবে যোগ করা হয়েছে।

জনকণ্ঠের ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনায়ও এমন কোনো শিরোনামে পোস্ট পাওয়া যায়নি, বরং একটি মূল ফটোকার্ডে উল্লেখিত অংশ ব্যতীত অন্য কোনো তথ্য ছিল না। তাই এটি স্পষ্ট যে, জনকণ্ঠের ১৮ তারিখ সাদিক কায়েমকে নিয়ে প্রকাশিত বৈধ ফটোকার্ডকে সম্পাদনার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

সুতরাং, সাদিক কায়েমের নামে প্রকাশিত এবং জনকণ্ঠকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ডটি জাল ও সম্পাদিত।

তথ্যসূত্র:

আসল ফটোকার্ড: https://www.facebook.com/share/p/15gxqgUHmk/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular