আলোচিত ফটো কার্ডটি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, “দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় না শুধু চাঁদাবাজি-দখলবাজির অপরাধে” — এই শিরোনামে জয়নুল আবেদীন ফারুকের নামে যমুনা টিভি কোনো খবর বা ফটো কার্ড প্রকাশ করেনি। বরং, যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজে ৪ মে “দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় না – জয়নুল আবেদীন ফারুক” শীর্ষক একটি ভিন্ন ফটো কার্ড প্রকাশ করা হয়, যার ডিজাইন হুবহু ব্যবহার করে সংশোধিত ও বিকৃতভাবে আলোচিত ভুয়া ফটো কার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং প্রচারিত ফটো কার্ডটি ভুয়া এবং দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
আসল ফটো কার্ড: