আলোচিত বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে Eshita Angom নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটির দীর্ঘ সংস্করণ পাওয়া গেছে, যা ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে আপলোড করা হয়। ভিডিওটির বিবরণীতে মনিপুরী ভাষায় লেখা একটি বার্তা ছিল, যার অনুবাদ করলে অর্থ দাঁড়ায়—”কুকি জনগণ আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালালে, মেইতেই হিসেবে আমরা চুপ থাকব না – আমরা অবশ্যই প্রতিক্রিয়া জানাব।” এই বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, ভিডিওটি মূলত ভারতের মণিপুর রাজ্যে দীর্ঘদিন ধরে চলা কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘাত-সংক্রান্ত।
যথাযথ প্রমাণ বিশ্লেষণে এটি নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ভিডিওর সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কোনও সম্পর্ক নেই। সুতরাং, ভিডিওটি ঘিরে যে দাবি প্রচার করা হচ্ছে তা ভিত্তিহীন ও সম্পূর্ণরূপে গুজব।
Eshita Angom’s post: