আলোচিত ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধান চালালে জানা যায় ভিডিওটি ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ কিংবা পাক-ভারত সংঘাতের সময়কার নয়। ভিডিওটি অন্তত দেড় মাস আগেই, অর্থাৎ মার্চ মাসে অনলাইনে প্রকাশিত হয়। অনুসন্ধানে ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে mukish.sagar নামের একটি টিকটক অ্যাকাউন্টে ১২ মার্চ প্রকাশিত অবস্থায় ভিডিওটি পাওয়া যায়। যার সাথে ভাইরাল আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
তবে ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট টিকটক পোস্টে উল্লেখ করা হয়নি। অপরদিকে ৬ মে মধ্যরাতে পাকিস্তানের ছয়টি স্থানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযান চালানো হয়।ফলে এটি স্পষ্ট যে, মার্চ মাসে অনলাইনে থাকা একটি পুরনো ভিডিও কোনভাবেই সম্প্রতিক হামলার ফুটেজ হতে পারেনা। অতএব ভিডিওটি নিয়ে করা দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর গুজব।
Mukish.sagar: