অনুসন্ধানে দেখা গেছে, ‘বিএনপি এখন হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছে’—এমন কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি। প্রচারিত ফটোকার্ডটি আসলে ভিন্ন একটি ছবির উপর ভিত্তি করে ডিজিটালভাবে সম্পাদনা করা হয়েছে। মূল ছবিটি ২০২৪ সালের ৩০ এপ্রিল, ঠাকুরগাঁওয়ের শ্রীশ্রী “শনিদেব” মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানের সময় তোলা, যা সংবাদমাধ্যম “সময়ের কণ্ঠস্বর” ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত হয়। আলোচিত ভুয়া ফটোকার্ডে মূল ছবির উপর ‘B বাংলা’ লোগো বসানো হয় এবং আসল শিরোনাম পরিবর্তন করে বিভ্রান্তিকর বক্তব্য জুড়ে দেওয়া হয়।
ওইদিনের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায় তিনি ‘সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান’ দেন এবং ধর্ম ও রাজনীতিকে মানুষের পরিচয়ের চেয়ে বড় নয় বলে উল্লেখ করেন। কিন্তু তিনি কোথাও ‘বিএনপি এখন হাসি ঠাট্টার পাত্র’ জাতীয় কোনো মন্তব্য করেননি। তার ফেসবুক পেজ, সংবাদমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য উৎসেও এমন কোনো বক্তব্যের প্রমাণ নেই।
সুতরাং, ফটোকার্ডটি মিথ্যা বক্তব্য ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে ভুয়া ও বিভ্রান্তিকর।