Google search engine
HomePoliticsবিএনপির সংসদ সদস্যের ছেলে ধর্ষণে কট খেয়েছে” দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর

বিএনপির সংসদ সদস্যের ছেলে ধর্ষণে কট খেয়েছে” দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর

সম্প্রতি “বিএনপির সংসদ সদস্যের ছেলে ধর্ষণ করতে গিয়ে কট খাইছে সিরাজগঞ্জ” শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ায়। এতে গণধোলাইয়ের শিকার এক ব্যক্তির ছবি সংযুক্ত করা হয়। তবে আলোচিত দাবি ও ছবিটি নিয়ে ফ্যাক্ট রিভিউ সিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রকৃতপক্ষে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা বানিয়াপাড়া গ্রামে ২৬ এপ্রিল সকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. আজমীর (২৫) নামে এক যুবক গণধোলাই খায়। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন, যিনি কখনোই বিএনপির সংসদ সদস্য ছিলেন না।

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দেশ বুলেটিন, বিডিনিউজ২৪, ঢাকা পোস্ট ও দেশ রূপান্তরের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসব প্রতিবেদনেও আনোয়ার হোসেনের কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ নেই।

অতএব, “বিএনপির সংসদ সদস্যের ছেলে ধর্ষণে কট খেয়েছে” দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://desh-bulletin.com/বেলকুচি-উপজেলায়-৫ম-শ্রেণ
https://bangla.bdnews24.com/samagrabangladesh/d2e58c8c435e
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular