সম্প্রতি “উত্তেজনাকর মুহূর্তে জয় বাংলা স্লোগান দিলেন সারজিস আলম” শিরোনামে একটি ফটোকার্ড জাতীয় দৈনিক কালবেলা’র লোগো ব্যবহার করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। আলোচিত ফটোকার্ডটি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, কালবেলা এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রযুক্তির সহায়তায় কালবেলা’র ডিজাইন নকল করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। কার্ডটিতে ২২ মে ২০২৫ তারিখ এবং কালবেলা’র লোগো থাকলেও, পত্রিকাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ শিরোনামে কোনো পোস্ট বা প্রতিবেদন পাওয়া যায়নি। এমনকি দেশের অন্যান্য কোনো গণমাধ্যমেও এ দাবির পক্ষে সমর্থনযোগ্য কোনো তথ্য মেলেনি।
পাশাপাশি, ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইন কালবেলা’র প্রচলিত ফরম্যাটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ছবিটি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, এটি ২ মে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত একটি সমাবেশের সময় তোলা। সেই সময়ের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল, যেগুলোর বিশ্লেষণ করলে দেখা যায়—সারজিস আলম বক্তব্য দিলেও “জয় বাংলা” স্লোগান দেননি। অতএব, প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি।
সময়ের আলোর প্রতিবেদন: