সাম্প্রতিক সময়ে কালের কণ্ঠ নামক একটি গণমাধ্যমের নাম ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, “তিনটি দলের মধ্যে একটি দল নির্বাচন চায়, আর যেই দুইটি দল নির্বাচন চায় না, তাদের নিবন্ধনই নেই” — এই কথাগুলোকে ড. মুহাম্মদ ইউনূসের নামে চালানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
আসল বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সব দল নয়, একটি রাজনৈতিক দলই চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়।” – যা তিনি বলেন ৩০ মে, জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে।
অতএব, প্রচারিত ফটোকার্ডটি সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা। গণমাধ্যম, সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের এই ধরনের বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য থেকে সতর্ক থাকা উচিত।