আলোচিত স্ক্রিনশটটি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, নাহিদ ইসলাম এমন কোনো ফেসবুক পোস্ট করেননি। প্রযুক্তির সহায়তায় স্ক্রিনশটটি এডিট করে তৈরি করা হয়েছে। নাহিদ ইসলামের ফেসবুক পেজ ও প্রোফাইল বিশ্লেষণে এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি। যদি নাহিদ ইসলাম সত্যিই এমন কিছু পোস্ট করে পরে মুছে ফেলতেন, তাহলে তা অনেকের দ্বারা সংরক্ষিত হয়ে একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ত। কিন্তু সন্দেহজনকভাবে শুধু একটি স্ক্রিনশট পাওয়া যাচ্ছে।
এছাড়া, নাহিদ ইসলামের মতো প্রভাবশালী জনপ্রিয় ব্যক্তিত্ব এমন কোনো মন্তব্য করলে স্বাভাবিকভাবেই তা জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পেত। অথচ জাতীয় কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি।
সবকিছু বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, নাহিদ ইসলামের নামে প্রচারিত আলোচিত স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।