সম্প্রতি সামাজিক মাধ্যমে সমকালেরডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নাকি বলেছেন, “সুদের ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে।” তবে আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে দেখা গেছে, এই মন্তব্য তিনি কখনও করেননি মূলত ২৭ জুন সমকাল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে “সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা” শিরোনামে ফটোকার্ড প্রকাশ করেছিল। ওই মূল ফটোকার্ডেই ডিজিটাল সম্পাদনার মাধ্যমে “সামাজিক” শব্দের পরিবর্তে “সুদের” শব্দ বসিয়ে ভুয়া কার্ড তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড ও ভাইরাল কার্ডের ছবির ধরন, তারিখ ও লে-আউট এক থাকলেও শিরোনামের ফন্ট ও বক্তব্যে পরিষ্কার পার্থক্য রয়েছে। ২৭ জুন সাভারের জিরাবোতে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস ডে’ উপলক্ষে ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে—এটি ছিল তার প্রকৃত বক্তব্য। কোনো বিশ্বাসযোগ্য উৎসে “সুদের ব্যবসা” বিষয়ক কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
তাই নিশ্চিতভাবে বলা যায়, ড. ইউনূসের নামে সমকালের লোগোসহ প্রচারিত “সুদের ব্যবসা” সংক্রান্ত ফটোকার্ডটি ভুয়া ও সম্পাদিত।
তথ্যসূত্র: