Monday, June 23, 2025
Test
Google search engine
HomeOthersজব্দকৃত অস্ত্রের সামনে ভারতীয় সেনারা পাহারায় দাঁড়িয়ে। এসব তথ্য প্রমাণ করে, ভিডিওটি...

জব্দকৃত অস্ত্রের সামনে ভারতীয় সেনারা পাহারায় দাঁড়িয়ে। এসব তথ্য প্রমাণ করে, ভিডিওটি বর্তমান নয় বরং পুরোনো। তাই আলোচিত দাবিটি গুজব

সম্প্রতি প্রচারিত একটি ভিডিওকে পাক-ভারত সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের হামলায় ভারতীয় সেনাদের মরদেহ হিসেবে উপস্থাপন করা হলেও, অনুসন্ধানে এটি ২০১১ সালের কাশ্মীরের একটি ঘটনার দৃশ্য হিসেবে নিশ্চিত হওয়া গেছে।

ফ্রান্সভিত্তিক গণমাধ্যম ‘Radio France Internationale’ এর ২০১১ সালে প্রকাশিত এক প্রতিবেদন তথ্য অনুযায়ী, ভিডিওটির দৃশ্য ২০১১ সালের ২০ আগস্ট কাশ্মীরের গুরেজ সেক্টরে নিহত সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের। সে সময় ভারতীয় সেনাবাহিনী এক অন্তর্ঘাত প্রচেষ্টা প্রতিহত করে ১২ জন জঙ্গিকে হত্যা করে এবং একজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন।

ছবিটিতে দেখা যায়, জব্দকৃত অস্ত্রের সামনে ভারতীয় সেনারা পাহারায় দাঁড়িয়ে। এসব তথ্য প্রমাণ করে, ভিডিওটি বর্তমান নয় বরং পুরোনো। তাই আলোচিত দাবিটি গুজব।

Radio France Internationale:

https://www.rfi.fr/fr/asie-pacifique/20110823-dizaines-fosses-communes-decouvertes-cachemire
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular