সম্প্রতি “১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি, এখন ২০১৩ এর প্রতিশোধের পালা : শিবির সভাপতি” শিরোনামে সমকাল পত্রিকার ডিজাইন সম্মিলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। আলোচিত ফটো কার্ডটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, এটি সমকাল তৈরি বা প্রকাশ করেনি বরং ডিজিটাল সম্পাদনার মাধ্যমে বানানো একটি ভুয়া কার্ড।
তথাকথিত ফটোকার্ডে ১৬ মে ২০২৫ তারিখ এবং সমকালের লোগো ব্যবহার করা হলেও, সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এর কোনো অস্তিত্ব নেই। এছাড়া সমকাল ফটোকার্ডে ব্যবহৃত ফন্ট এর সাথে আলোচিত ফটো কার্ডটির ফ্রন্ট এর অমিল রয়েছে।
অনুসন্ধানে আরও জানা যায়, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এমন কোনো মন্তব্য করেছেন—এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য উৎসে তথ্য নেই। মূলত শিবির সভাপতি জাহিদুল ইসলাম এই ধরনের কোন মন্তব্য করলে তা নিয়ে প্রথম শ্রেণীর গণমাধ্যমে অনেক লেখালেখি করা হতো। কিন্তু কিওয়ার্ড সার্চিং এর মাধ্যমে এ ধরনের কোন মন্তব্য সংক্রান্ত সংবাদ কোথাও খুঁজে পাওয়া যায়নি।
অতএব আলোচিত ফটো কার্ডটি বানোয়াট এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা।