সম্প্রতি মোহাম্মদ ইশরাকের মোবাইল ছিনতাইয়ের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে, যাতে দাবি করা হয়েছে—তিনি নাকি ‘সমকামী গেট টুগেদার’-এ গিয়ে ফোন ছিনতাইয়ের শিকার হয়েছেন। এনটিভির লোগো সম্বলিত ওই ফটোকার্ডে ১৭ মে ২০২৫ তারিখ উল্লেখ থাকলেও অনুসন্ধানে প্রমাণ মিলেছে, এটি এনটিভির তৈরি নয়। এনটিভির ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইট ঘেঁটে এই ধরনের কোনো পোস্ট বা সংবাদ পাওয়া যায়নি।
ফটোকার্ডটিতে ব্যবহার করা লেখার ফন্ট এর এন টিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের সাথে কোন মিল নেই, যা থেকে নিশ্চিত হওয়া যায় এটি ডিজিটালভাবে তৈরি একটি নকল কার্ড। অন্যান্য কোনো মূলধারার সংবাদমাধ্যমেও এ ধরনের খবর প্রকাশিত হয়নি। মূলত ইশরাক তার মোবাইল ছিনতাইয়ের বিষয়টি নিজেই ফেসবুকে পোস্ট করেন, সেখানে এই ধরনের কিছু উল্লেখ ছিল না।
তাই আলোচিত ফটো কার্ডটি ভুয়া এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা