আলোচিত ফটো কার্ডটি নিয়ে অনুসন্ধানে দেখা গেছে, এটি প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। যদিও ডিজাইনের দিক থেকে এটি প্রথম আলোর প্রচলিত ফটো কার্ডগুলোর সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ, তবে ফন্ট ও বিন্যাসে স্পষ্ট পার্থক্য রয়েছে। মূলত, ফটো কার্ডটি প্রথম আলোর স্টাইল নকল করে কৃত্রিমভাবে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
এছাড়া, প্রথম আলো তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই ফটো কার্ডটিকে ভুয়া এবং মিথ্যা প্রচারণা বলে স্পষ্টভাবে উল্লেখ করেছে। পাশাপাশি, অন্যান্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরনের তথ্য বা সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে নিশ্চিতভাবে বলা যায়, আলোচিত ফটো কার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং সংশ্লিষ্ট দাবিটি ভিত্তিহীন গুজব।
প্রথম আলোর পোস্ট:
https://www.facebook.com/share/p/18vhMXG2u7/