সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—“বিএনপির কর্মকাণ্ড এমন জায়গায় গেছে যে, এখন নির্বাচনের কথা বললেই মানুষ গালি দেয়।”
তবে আলোচিত ফটোকার্ডটি নিয়ে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, এটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ফটোকার্ডটি অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’-এর ফরম্যাট নকল করে তৈরি করা হয়েছে, তবে সেখানে ‘বাংলা বাজার’ নামে একটি ভুয়া লোগো ব্যবহার করা হয়েছে।
এছাড়াও কার্ডটির ফন্ট, লেআউট ও ডিজাইন প্রচলিত ফটোকার্ডের সঙ্গে অসংগতিপূর্ণ। উল্লিখিত প্রকাশের তারিখ (২৫ এপ্রিল ২০২৫) অনুসারে ‘বার্তা বাজার’-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনা করেও এ ধরনের কোনো ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি, যা প্রমাণ করে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদিত।
পাশাপাশি অনুসন্ধানে আরও জানা গেছে, তারেক রহমান এই ধরনের কোনো মন্তব্য করেননি—এ নিয়ে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা সূত্রে প্রমাণ মেলেনি। একটি চক্র বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ডিজাইন ও মনগড়া বক্তব্য ব্যবহার করে গুজব ছড়াচ্ছে।
তারেক রহমানের নামে ভাইরাল হওয়া আলোচিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও সাজানো।