Google search engine
HomePoliticsক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় NCP” শিরোনামে ছড়ানো ফটোকার্ডটি...

ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় NCP” শিরোনামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত

সম্প্রতি “ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় NCP” শিরোনামে বাংলা ট্রিবিউনের নামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যা মূলত ভুয়া ও ডিজিটালি সম্পাদিত। অনুসন্ধানে দেখা গেছে, বাংলা ট্রিবিউন এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি; বরং এটি তাদের একটি পুরোনো ফটোকার্ডের নকশা ব্যবহার করে শিরোনাম পাল্টে বানানো হয়েছে।

বাংলা ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেজে ৩ জুন প্রকাশিত আসল ফটোকার্ডে বলা হয়েছিল, এনসিপি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সভাপতিত্ব বিরোধী দলের হাতে চায়, কিন্তু কোথাও প্রধানমন্ত্রী পদের কথা উল্লেখ ছিল না। ভুয়া ফটোকার্ডে বাংলা ট্রিবিউনের লোগো থাকলেও তারিখ বা সত্যতা যাচাইয়ের মতো কোনো উপাদান ছিলনা, এবং চ্যানেলটির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। প্রকৃত প্রতিবেদনে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপি স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মতো পদগুলো বিরোধী দলের মধ্যে বণ্টনের প্রস্তাব দিয়েছিল।

অতএব, “ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় NCP” শিরোনামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/1CDquRDxZs
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular