সম্প্রতি “এদেশে এখন মা-বোনদের নিরাপত্তা নাই” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি মেয়েকে নির্মমভাবে লাঞ্ছিত হতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে “২৪ শে পূর্ব পাকিস্তান নৃশংসতা” ও “এই পাকিস্তানের ব্রিজ” জাতীয় বিভ্রান্তিকর মন্তব্যও যুক্ত করে প্রচার করা হয়েছে।
তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে নিশ্চিত করেছে, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার পুরোনো একটি ঘটনার। এই সম্পর্কিত প্রতিবেদনে Zee News ২০২৪ সালের ৯ জুলাই ‘TMC MLA’s aide beating woman’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে।
সেখানে দেখা যায়, ব্যারাকপুর পুলিশের তদন্তে ভিডিওর সাথে সংশ্লিষ্ট দুইজনকে গ্রেফতার করা হয়। ভিডিওটি প্রায় দুই বছর পুরনো এবং সেটির সঙ্গে কোনো বাংলাদেশি সংশ্লিষ্টতা নেই।
অতএব আলোচিত দাবিটি বিভ্রান্তিকর এবং গুজব।
তথ্যসূত্র: