Google search engine
HomePoliticsভিডিওর সাথে করা দাবিটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত গুজব

ভিডিওর সাথে করা দাবিটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত গুজব

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনার পর ১৪৪ ধারা জারি হয়। এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—“১৪৪ ধারা জারি করে রাতের আঁধারে গণহত্যা চালানো হচ্ছে।” ভিডিওটি ‘লাইভ’ হিসেবে প্রচার করা হয় এবং সেই পোস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও শেয়ার করেন।

তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি আসলে গোপালগঞ্জের নয়, বরং ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ১৯ ফেব্রুয়ারি রাতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানের দৃশ্য। যমুনা টিভির ইউটিউব ও প্রথম আলো, বিডিনিউজ২৪, সময় টিভির রিপোর্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল বিবৃতি থেকেও সেটি নিশ্চিত হওয়া গেছে।

ওই রাতে ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে যৌথবাহিনী অভিযানে যায় এবং ‘সন্ত্রাসীদের’ গুলিতে দুই জন নিহত হয়, পাঁচজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রও উদ্ধার হয়।

সুতরাং এটি প্রমাণিত যে প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জ ও সাম্প্রতিক নয়, ভিডিওর সাথে করা দাবিটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত গুজব।

তথ্যসূত্র:

[https://www.youtube.com/watch?v=tIveAyHbxTo](https://www.youtube.com/watch?v=tIveAyHbxTo “‌”)

[https://bangla.bdnews24.com/bangladesh/83e35ab1fb7f](https://bangla.bdnews24.com/bangladesh/83e35ab1fb7f “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular