Google search engine
HomeOthersএটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটকে ভুলভাবে ব্যাখ্যা করে রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি ছড়াতে...

এটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটকে ভুলভাবে ব্যাখ্যা করে রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত হয়েছে

সম্প্রতি “এই দেশটা বসবাসে অযোগ্য হয়ে পড়েছে” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়, যেখানে দেখা যায়—প্রকাশ্যে এক যুবক আরেক যুবককে কোপাচ্ছে। ভিডিওটি বাংলাদেশের বলে দাবি করা হলেও, অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এটি ভারতের মুম্বাইয়ের ঘটনা। ভিডিওটির কিছু ফ্রেম রিভার্স সার্চ করে দেখা যায়, ‘Gallinews’ নামক স্থানীয় সংবাদপোর্টাল ২ জুলাই ২০২৫ তারিখে ভিডিওটি প্রকাশ করে এবং জানায়—ঘটনাটি ঘটে অ্যান্টপ হিলের ফাল্গুনি বিল্ডিং এলাকায়। প্রেমঘটিত বিরোধের জেরে দুই বন্ধুর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়, একপর্যায়ে একজন অন্যজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

ভারতের ‘Times Now’ সহ একাধিক মূলধারার সংবাদমাধ্যম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, হামলাকারী যুবক ভুক্তভোগীকে জিজ্ঞেস করে—“তুই কি আমার বউয়ের সঙ্গে সম্পর্ক রাখিস?”—এরপরই সে ভয়ঙ্করভাবে হামলা চালায়, যা ভুক্তভোগীর গলা, মুখ, পিঠ ও ডান হাতে গুরুতর আঘাত সৃষ্টি করে। যদিও স্থানীয় একটি সংবাদমাধ্যমে ভুক্তভোগীকে নিহত বলা হয়েছে, তবে ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। ভুক্তভোগীর নাম কোথাও শাহরুখ, কোথাও শ্রাবন উল্লেখ করা হয়েছে।

এই ভিডিওটি বাংলাদেশ সংক্রান্ত কোনো গুম-খুন বা আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটনা নয়। এটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটকে ভুলভাবে ব্যাখ্যা করে রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত হয়েছে।

তথ্যসূত্র:

https://www.timesnownews.com/…/sleeping-with-my-woman…
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular