সম্প্রতি “আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবরস্থানে হলেও আমাকে দাফন করিও” — এই মন্তব্যকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীশেখ হাসিনার নাম এবং একাত্তর টিভির লোগো ব্যবহার করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, এই দাবি ভিত্তিহীন ও ভুয়া। মূলত ১৯ জুন ২০২৫ তারিখে ‘একাত্তর’ টিভি “শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ” শীর্ষক একটি ফটোকার্ড প্রকাশ করেছিল, যেটিকে ডিজিটালভাবে সম্পাদনা করে বিভ্রান্তিকর মন্তব্যসহ ভাইরাল করা হয়েছে।
মূল ফটোকার্ড ও ভাইরাল কার্ডের ছবির ধরন, তারিখ এবং লোগো মিল থাকলেও লেখার ফন্ট ও বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। প্রকৃত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার শুনানির প্রসঙ্গে অ্যামিকাস কিউরি নিয়োগ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের মতামত শোনার সিদ্ধান্তের কথা বলা হয়। সেখানে কোথাও শেখ হাসিনার ব্যক্তিগত শেষ ইচ্ছা বা দাফনের প্রসঙ্গ নেই এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে করা দাবিটি নিয়ে অনুসন্ধানের দেশের শীর্ষ স্থানীয় কোন গণমাধ্যমে ওই সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তাই নিশ্চিতভাবে বলা যায়, ভাইরাল হওয়া ফটোকার্ডটি মূলত ভুয়া এবং সম্পাদিত।
আসল ফটোকার্ড: