সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়—ফরিদপুর জেলা জামায়াতের আমির বা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুদ্দিনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জামসহ নারী সমন্বয়ক আটক করেছে সেনাবাহিনী।
তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি আসলে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর রেলবস্তিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানের দৃশ্য, যা ২৬ জুন রাতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে পরিচালিত হয়।
ডিবিসি নিউজের লোগোযুক্ত এই ভিডিওটি ২৭ জুন তাদের ইউটিউব চ্যানেলে “নারীসহ ১৫ মাদক ব্যবসায়ী আটক” শিরোনামে প্রচার হয়।
পরবর্তীতে আজকের পত্রিকার প্রতিবেদনেও একই তথ্য মেলে—অভিযানে ৪৫ কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন, দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ হয়।
কিন্তু এ অভিযানের সঙ্গে জামায়াত বা বিএনপি নেতার কোনো সম্পৃক্ততা এবং আটককৃতদের ‘নারী সমন্বয়ক’ বলেও কোথাও উল্লেখ নেই।
সুতরাং, একটি সাধারণ মাদকবিরোধী অভিযানকে রাজনৈতিক রূপ দিয়ে যেভাবে তা সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র: