Saturday, July 5, 2025
Test
Google search engine
HomePoliticsভিডিওটি ইরানে হামলার পরের কোনো প্রতিবাদ নয়, বরং হামলার আগের একটি আলাদা...

ভিডিওটি ইরানে হামলার পরের কোনো প্রতিবাদ নয়, বরং হামলার আগের একটি আলাদা প্রেক্ষাপটের ঘটনা

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে বলা হয়, এটি যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সেই হামলার প্রতিবাদের দৃশ্য। তবে আলোচিত ভিডিওটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ইরানে হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি ১৪ জুন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে অনুষ্ঠিত ‘নো কিংস’ নামে একটি ট্রাম্পবিরোধী বিক্ষোভের ভিডিও, যা হামলার আগেই সংঘটিত হয়।

সিবিএস ৮-এর একটি ভিডিও প্রতিবেদনেও এই দৃশ্যের সঙ্গে মিল পাওয়া গেছে, যেখানে বলা হয়, সান দিয়েগোর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত বিক্ষোভে ২০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল। এছাড়া আইনিউজসোর্স জানায়, ‘নো কিংস’ নামে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে সান দিয়েগোতে প্রায় ৬০ হাজার মানুষ সমবেত হয়ে অভিবাসন নীতি, মেডিকেড ছাঁটাই ও সাংবিধানিক অধিকারের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

ফলে এটি স্পষ্ট, ভিডিওটি ইরানে হামলার পরের কোনো প্রতিবাদ নয়, বরং হামলার আগের একটি আলাদা প্রেক্ষাপটের ঘটনা।

তথ্যসূত্র:

BBC https://www.youtube.com/watch?v=rJSYfLd2LQ0

https://www.10news.com/say-no-to-kings-thousands-attend…
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular