Saturday, July 5, 2025
Test
Google search engine
HomePoliticsভাইরাল ফটোকার্ডটি মূল সংবাদ বিকৃত করে বানানো এবং “সারজিস আলম এর বাড়িতে...

ভাইরাল ফটোকার্ডটি মূল সংবাদ বিকৃত করে বানানো এবং “সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে গরু পৌঁছে” দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

সম্প্রতি “সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো ইদের গরু” শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এটি ব্যাপকভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে। তবে আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং ফটোকার্ডটি ডিজিটালভাবে সম্পাদিত।

মূলত, “ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে” শিরোনামে ঢাকা পোস্ট ৬ জন একটি ফটো কার্ড প্রকাশ করেছিল মূলত সেই ফটোকার্ডকে বিকৃত করে আলোচিত ফটোকার্ড তৈরি করা হয়েছে। সম্পাদিত ফটোকার্ডে ঢাকা পোস্টের লোগো মুছে ফেলা হয়েছে এবং শিরোনাম বদলে সারজিস আলমের নাম জুড়ে দেওয়া হয়েছে।

ঢাকা পোস্টের ফেসবুক পেইজে ৬ জুন প্রকাশিত সেই ফটো কার্ডের সাথে দেয়া প্রতিবেদন তথ্য থেকে জানা যায়, ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার গরু এসিল্যান্ডের সরকারি গাড়িতে আনা হয়েছিল। সেখানে কোথাও সারজিস আলমের নাম বা সংশ্লিষ্টতা ছিল না।

ফলে এটি নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে ভাইরাল ফটোকার্ডটি মূল সংবাদ বিকৃত করে বানানো এবং “সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে গরু পৌঁছে” দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/1DvfSdd8cv
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular