গত ২২ জুন যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর ইরান একটি বি-২ বিমান ধ্বংস করেছে দাবি করে একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।আলোচিত ভাইরাল ছবিটি নিয়ে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সত্য নয় এবং ছড়ানো ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এমনকি ভাইরাল ছবিটির সাথে আমেরিকার প্রকৃত বি-২ বোম্বারস বিমানের ডিজাইন গত অনেক ভিন্নতা রয়েছে যা এটিকে মিথ্যা বলে নির্দেশ করে।
বিশ্বস্ত কোনো সূত্রেই ইরানের হাতে বি-২ ধ্বংসের তথ্য মেলেনি। বরং ২৩ জুন ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, সব পাইলট নিরাপদে মিসৌরিতে ফিরে গেছেন। একই দিন এপি জানায়, সাতটি বি-২ বোমারু বিমান সফলভাবে হুইটম্যান ঘাঁটিতে অবতরণ করেছে এবং এর ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
তাছাড়া ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভেরিফাই লাইভ: ইরানে মার্কিন বি-২ বোমারু বিমানের বিধ্বস্ত ছবি দাবিতে প্রচারিত ছবিটিকে এআই জেনারেটর বলে নিশ্চিত করেছে।
তথ্যসূত্র: