বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রতি যে প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। India Today, Aaj Tak Bangla ও The Economic Times-এর মতো প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠান যাচাই না করেই পূর্বেও এ ধরনের দাবি করে সংবাদ করেছিল।এই সমস্ত দাবি ঘিরে জনমনে কিছুটা বিভ্রান্তি ছড়ালেও, বাংলাদেশ সেনাবাহিনীর গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তা স্পষ্টভাবে অস্বীকার করেছে এবং জানিয়েছে, বৈঠকটি ছিল রুটিন প্রশাসনিক কার্যক্রমের অংশ, যার সঙ্গে কোনো ধরনের অভ্যুত্থান বা রাজনৈতিক অস্থিরতার সম্পর্ক নেই। আইএসপিআর এই গুজবকে “মিথ্যা ও মনগড়া তথ্য” হিসেবে চিহ্নিত করে সতর্ক করে দিয়েছে যে, এ ধরনের সংবাদ জাতীয় নিরাপত্তায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আন্তর্জাতিক পর্যায়েও এসব দাবি গুরুত্বের সঙ্গে খণ্ডন করা হয়েছে। ভারতীয় একটি নিরাপত্তা সূত্র এই প্রতিবেদনগুলোকে “সম্পূর্ণ অসত্য” বলে উল্লেখ করেছে । এর আগেও, ২০২৫ সালের মার্চ মাসে একই ধরণের গুজব ছড়ানো হয়েছিল, যেটি সেনাবাহিনী দ্রুত ডিবাংক করে। এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি একটি পরিকল্পিত মিডিয়া ক্যাম্পেইন, যার লক্ষ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং দেশব্যাপী সংস্কার ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী ও সরকারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই—বরং একটি সমন্বিত, সহযোগিতামূলক সম্পর্কই বিরাজমান। অতএব, সেনা অভ্যুত্থান সংক্রান্ত প্রচারণা নিছক গুজব এবং তা বিভ্রান্তি ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছে।
তথ্যসূত্র
[https://shorturl.at/YxzzX](https://shorturl.at/YxzzX “”)
[https://ispr.gov.bd/…/response-to-false-report-by…/…](https://ispr.gov.bd/…/response-to-false-report-by…/… “”)

