Wednesday, July 2, 2025
Test
Google search engine
HomePoliticsখালেদা জিয়ার নাম ধরে মোনাজাত না করায় ইমাম সাহেবের পাগড়ি খুলে ফেলেন...

খালেদা জিয়ার নাম ধরে মোনাজাত না করায় ইমাম সাহেবের পাগড়ি খুলে ফেলেন বিএনপি নেতা” শিরোনামের প্রচারটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর গুজব ছাড়া কিছুই নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “খালেদা জিয়ার নাম ধরে মোনাজাত না করায় ইমাম সাহেবের পাগড়ি খুলে ফেলেন বিএনপি নেতা” শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এর সাথে করা দাবিও মিথ্যা। ভিডিওতে থাকা ইমাম নিজেই তার ফেসবুক আইডিতে বিষয়টি স্পষ্ট করেন যে, এটি কমিটি-সংক্রান্ত একটি পুরনো বিরোধের ভিডিও, যার বর্তমান ঈদের জামাতের ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও জানান, “আবারও প্রমাণ হলো, যাচাই-বাছাই ছাড়া আমরা হুজুগে গুজবে বিশ্বাস করি। ঈদের জামাতের ঘটনাকে ঘিরে আমার পুরনো জুমার একটি ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে বিএনপিকে অপবাদ দেওয়া হচ্ছে, যা অনৈতিক। ওই ঘটনায় জড়িত ব্যক্তি ইতিমধ্যে ক্ষমা চেয়েছে এবং সে মাদারীপুর সদরের স্থানীয় কেউ নয়। আমি তাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিয়েছি। ভিডিওটি যেহেতু পুরনো এবং বর্তমান ঘটনার সাথে সম্পর্কিত নয়, দয়া করে এই অপপ্রচার বন্ধ করুন।”

তিনি আরও জানান, ঘটনার সময় যুবদলসহ বিএনপির বহু নেতাকর্মী তার পাশে দাঁড়িয়েছিলেন। যুবদলের কামরুল ইসলাম এবং জেলা সদস্য সচিব জাহান্দার আলী জাহান বিশেষভাবে সহায়তা করেছেন।

অতএব, “খালেদা জিয়ার নাম ধরে মোনাজাত না করায় ইমাম সাহেবের পাগড়ি খুলে ফেলেন বিএনপি নেতা” শিরোনামের প্রচারটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর গুজব ছাড়া কিছুই নয়।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/p/19Eo5WAVjK/](https://www.facebook.com/share/p/19Eo5WAVjK/ “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular