সম্প্রতি ‘ইস্পাহানি মির্জাপুর চা–৬০ বার্ষিকী ভুর্তকি’ নামে একটি ভুয়া ক্যাম্পেইনের লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ৭ হাজার টাকা জেতা যাবে। আলোচিত অফারটি নিয়ে অনুসন্ধানে দেখা গেছে, এটি ইস্পাহানির কোনো অফিসিয়াল ক্যাম্পেইন নয়। প্রতারকরা ইস্পাহানির লোগো ব্যবহার করে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে।
ওই সাইটে প্রবেশ করলে প্রলোভন দেখিয়ে তথ্য সংগ্রহ ও শেয়ার করার শর্ত দেওয়া হয়, যা আসলে একটি প্রতারণার ফাঁদ। মূলত এই ধরনের সাইট সাইট ব্যক্তিগত তথ্য চুরি, ম্যালওয়্যার ছড়ানো এবং আর্থিক প্রতারণার কাজে ব্যবহার হয়ে থাকে। ইস্পাহানির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে এমন কোনো অফার বা ক্যাম্পেইনের অস্তিত্ব নেই। প্রতিষ্ঠানটি ২৪ মে অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র তাদের অফিসিয়াল পেজ থেকেই প্রকৃত অফার দেওয়া হয়।
সুতরাং, ৭ হাজার টাকা জেতার নামে ইস্পাহানি মির্জাপুর চায়ের নামে কথিত ক্যাম্পেইনটি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।
Ispahani Mirzapore Tea post: