দাবির সঙ্গে প্রচারিত ছবিটি যাচাই করে দেখা গেছে, এটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) সংক্রান্ত নয়। মূলত, ছবিটি ২০২৪ সালের জুলাই মাসে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে প্যারাগুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক বৈঠকের সময় তোলা হয়। ছবিতে যেসব ব্যক্তিকে দেখা গেছে, তারা হলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশেমি।
এছাড়া, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কর্তৃক শেখ হাসিনার বিরুদ্ধে কোনো বক্তব্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে—এমন কোনো তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনাকে ঘিরে আল জাজিরা ও আইসিসির নাম ব্যবহার করে প্রচারিত দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
MOPC’s Official Article.

