Google search engine
HomeOthersআলোচিত দাবি টি সম্পূর্ণ মিথ্যা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে...

আলোচিত দাবি টি সম্পূর্ণ মিথ্যা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা দাবিটি ছড়িয়ে দেয়া হয়েছে।

‘হিন্দু যুবকের হাতে মুসলিম কিশোরী নৃশংসভাবে খুন’-এমন দাবিতে একটি খবর সামাজিক মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, মিলন মল্লিক নামক এক হিন্দু যুবক নীলা নামের এক মুসলিম কিশোরীকে খুন করেছে। এসব পোস্টে ঘাতকের ধর্মীয় পরিচয়কে হাইলাইট করা হচ্ছে। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে জানা যাচ্ছে, উক্ত যুবকের নাম মোঃ মিলন মল্লিক, যা মুসলিম পরিচয় নির্দেশ করে।

সাধারণত মল্লিক এমন একটি উপাধি যা হিন্দু এবং মুসলিম উভয় ব্যবহার করে থাকে তবে অভিযুক্ত মিলন মল্লিকের নামের শুরুতে মোহাম্মদ থাকাতে এটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায় তার ধর্মীয় পরিচয় হিন্দু না সে মুসলিম। অতএব আলোচিত দাবি টি সম্পূর্ণ মিথ্যা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা দাবিটি ছড়িয়ে দেয়া হয়েছে।

তথ্যসূত্র:

[https://dailynayadiganta.com/bangladesh/crime/sPLK7IxRjAIx](https://dailynayadiganta.com/bangladesh/crime/sPLK7IxRjAIx “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular