Google search engine
HomePoliticsনা ভোট দিলে আইনের আওতায় আনা হবে”—আসিফ নজরুলের নামে প্রচারিত এই মন্তব্য...

না ভোট দিলে আইনের আওতায় আনা হবে”—আসিফ নজরুলের নামে প্রচারিত এই মন্তব্য এবং বিবিসি বাংলা লোগোযুক্ত ফটোকার্ড দুটিই ভুয়া ও বিভ্রান্তিকর।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিসি বাংলার লোগো সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে “গণভোটে যারা না ভোট দিবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।”

তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা গেছে, আসিফ নজরুল এ ধরনের কোনো মন্তব্য করেননি। দাবিটি প্রচারে কোথাও নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের সূত্র বা সত্যতা যাচাইযোগ্য কোনো রেফারেন্স উল্লেখ করা হয়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমে এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আসিফ নজরুলের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও এ সংক্রান্ত কোনো পোস্ট পাওয়া যায়নি।

বরং অনুসন্ধানে দেখা যায়, গত ১৫ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন—গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় পক্ষেরই প্রচারণা চালানোর অধিকার রয়েছে এবং অন্তর্বর্তী সরকার কাউকেই প্রচারণা থেকে বিরত রাখবে না। পাশাপাশি, বিবিসি বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটিও যাচাই করে দেখা যায়—বিবিসি বাংলার অফিসিয়াল পেজ বা ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ নেই, বরং ফন্ট ও ডিজাইনের অসামঞ্জস্যও রয়েছে।

অতএব, “না ভোট দিলে আইনের আওতায় আনা হবে”—আসিফ নজরুলের নামে প্রচারিত এই মন্তব্য এবং বিবিসি বাংলা লোগোযুক্ত ফটোকার্ড দুটিই ভুয়া ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://url-shortener.me/7Z4L
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular