সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যক্তির সঙ্গে এক শিশুর ছবি প্রচার করে দাবি করা হয়, শিশুটি নাকি ওসমান হাদির সন্তান
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি ওসমান হাদির সন্তানের নয়। প্রকৃতপক্ষে ছবিতে দেখা শিশুটির নাম আয়হান, যিনি অন্তর মাশঊদ ও সাদিয়া খান দম্পতির সন্তান। ‘Ayhan-King Of The Moon’ নামের একটি ফেসবুক পেজে ১৮ ডিসেম্বর প্রকাশিত ছবির সঙ্গে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।
তথ্যসূত্র:

