সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন—“সিআইএ প্রধান তুলসী গ্যাবার্ডকে বাংলাদেশ থেকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে।” তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে এমন মন্তব্য করেননি।
ডোনাল্ড ট্রাম্প এই ধরনের মন্তব্য করলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা থাকলেও প্রাসঙ্গিক কোনো কিওয়ার্ড সার্চে বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও এ ধরনের বক্তব্যের অস্তিত্ব নেই। অনুসন্ধানে হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ৬ নভেম্বরের একটি লাইভ ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর ভিজ্যুয়াল মিল পাওয়া গেলেও, এক ঘণ্টা ছয় মিনিটের সেই ভিডিওতে ট্রাম্পকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
পরবর্তী যাচাইয়ে দেখা যায়, আলোচিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভিন্ন অডিও যুক্ত করা হয়েছে। ডিপফেক শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর বিশ্লেষণে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ দেখানো হয়েছে।
তথ্যসূত্র:
[https://www.youtube.com/live/6xVpv3kfvv8](https://www.youtube.com/live/6xVpv3kfvv8 “”)

