Google search engine
HomePoliticsনির্দিষ্ট তারিখে ‘আমার দেশ’ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে ড. শফিকুল ইসলাম মাসুদের...

নির্দিষ্ট তারিখে ‘আমার দেশ’ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে ড. শফিকুল ইসলাম মাসুদের এমন কোনো বক্তব্য সংবলিত ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমার দেশ’ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ফেসবুকে ১১ ডিসেম্বর একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ড. মাসুদের ছবি সংযুক্ত এই ফটোকার্ডটি প্রথম ছড়ায় এবং পরবর্তীতে একাধিক প্রোফাইল ও গ্রুপে তা শেয়ার করা হয়। ফটোকার্ডটিতে ‘আমার দেশ’ পত্রিকার লোগো, তারিখ এবং ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়, যাতে সেটিকে বিশ্বাসযোগ্য দেখানো যায়।

তবে অনুসন্ধানে দেখা যায়, নির্দিষ্ট তারিখে ‘আমার দেশ’ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে ড. শফিকুল ইসলাম মাসুদের এমন কোনো বক্তব্য সংবলিত ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি।

অতএব আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular