সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা টেলিভিশনের ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সদ্য সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেছেন। ফটোকার্ডে লেখা ছিল—“এই দুইজন অনেক চালাক, শেষ মুহূর্তে আমার উপর সব কিছু চাপিয়ে দিয়ে গেলো।”
অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূস এমন কোনো মন্তব্য করেননি এবং যমুনা টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। আলোচিত ফটোকার্ডে যমুনা টিভির নাম ও লোগো থাকলেও প্রকাশের তারিখ অনুপস্থিত ছিল। যমুনা টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও সংশ্লিষ্ট কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। একই সঙ্গে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও দাবিটির পক্ষে তথ্য মেলেনি।
তবে যমুনা টিভির ফেসবুক পেজে ১০ ডিসেম্বর প্রকাশিত একটি ভিন্ন ফটোকার্ড পাওয়া যায়, যেখানে ড. মুহাম্মদ ইউনূস মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে ইতিবাচক মন্তব্য করেছিলেন। সেই ফটোকার্ডে তিনি বলেন, অল্প সময়ে তারা জাতিকে যা দিয়েছেন, তা জাতি কখনো ভুলবে না এবং ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে অবদান রাখবেন।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/p/17tHtNLb9t/](https://www.facebook.com/share/p/17tHtNLb9t/ “”)

