Google search engine
HomePolitics‘বিএনপি বিলুপ্ত হবে এবং দলটি পুরোপুরি র’-এর সাথে জড়িত’—এই দাবিটি মিথ্যা ও...

‘বিএনপি বিলুপ্ত হবে এবং দলটি পুরোপুরি র’-এর সাথে জড়িত’—এই দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর

সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির নামে একটি উদ্ধৃতি সংযুক্ত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে তিনি নাকি বলেছেন—“বেগম জিয়া মারা গেলে বিএনপি বিলুপ্ত হবে এবং জিয়া পরিবার ছাড়া পুরো দলটাই ‘র’-এর সাথে জড়িত।”

তবে অনুসন্ধানে জানা যায়, এই উদ্ধৃতি সত্য নয় এবং হাদির কোনো বক্তব্যেই ‘র’-সম্পৃক্ততার অংশটি নেই। মূল বক্তব্যে হাদি শুধু বলেন, বিএনপি যদি নিজেদের অবস্থান না বদলায়, তবে বেগম জিয়ার মৃত্যুর পর দলটি রাজনৈতিকভাবে বিলীন হয়ে যেতে পারে।

এটিএন বাংলার ইউটিউবে পাওয়া ভিডিওতেও দেখা যায়, তিনি বিএনপির দুরবস্থা নিয়ে সমালোচনা করলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে বিএনপির সম্পৃক্ততার কোনো মন্তব্য করেননি।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ, মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য উৎসেও প্রচারিত দাবির মতো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

অতএব, ‘বিএনপি বিলুপ্ত হবে এবং দলটি পুরোপুরি র’-এর সাথে জড়িত’—এই দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular