Google search engine
HomePoliticsএকাত্তরের গণহত্যা ও ধর্ষণ প্রসঙ্গে জামায়াতের আমীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে প্রচারিত...

একাত্তরের গণহত্যা ও ধর্ষণ প্রসঙ্গে জামায়াতের আমীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে প্রচারিত যুগান্তর–সংবলিত ফটোকার্ডটি ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরোধিতা করে গণহত্যা চালালেও ধর্ষণের মতো গর্হিত কাজ করেনি: শফিকুর রহমান” শিরোনামে যুগান্তরের ডিজাইনে বানানো একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। আলোচিত ফটোকার্ডে যুগান্তরের লোগো ব্যবহার করা হলেও, তা প্রকৃতপক্ষে গণমাধ্যমটির কোনো প্রকাশনা নয়। অনুসন্ধানে দেখা গেছে—যুগান্তরের ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এমন কোনো সংবাদ, ফটোকার্ড বা বিবৃতি প্রকাশিত হয়নি।

পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র থেকেও শফিকুর রহমানকে উদ্ধৃত করে এমন বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

অতএব, একাত্তরের গণহত্যা ও ধর্ষণ প্রসঙ্গে জামায়াতের আমীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে প্রচারিত যুগান্তর–সংবলিত ফটোকার্ডটি ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular