Google search engine
HomePoliticsএআই-নির্মিত ছবিকে তারেক রহমানের দেশে ফেরার আসল ছবি হিসেবে প্রচার করা সম্পূর্ণ...

এআই-নির্মিত ছবিকে তারেক রহমানের দেশে ফেরার আসল ছবি হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত

খালেদা জিয়ার অসুস্থতার বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি কাতার এয়ারওয়েজের A101 বিমানে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুইটি ছবি দিয়ে এই দাবি ছড়ানো হলেও অনুসন্ধানে দেখা যায়—ছবিগুলো আসল নয়, বরং এআই দিয়ে তৈরি।

প্রচারিত পোস্টগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়লেও কোনোটির সঙ্গেই মূলধারার গণমাধ্যমের তথ্য মিলছে না। ছবিগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে দেখা যায়—ত্বক, মুখাবয়ব ও পরিবেশে অস্বাভাবিকতা রয়েছে, যা এআই–জেনারেটেড কনটেন্টের সাধারণ লক্ষণ।

পাশাপাশি অনুসন্ধানে পাশাপাশি অনুসন্ধানে [hivemoderation.com](http://hivemoderation.com “‌”) নামক এআই সনাক্তকারী প্ল্যাটফর্মে ছবিগুলি যাচাই করলে নিশ্চিত হওয়া যায় ছবিগুলো ৯৯.৯% এআই দ্বারা তৈরি।

এছাড়া, নির্ভরযোগ্য কোনো সূত্র বা সংবাদমাধ্যম তারেক রহমানের বাংলাদেশে ফেরার খবর নিশ্চিত করেনি। জানা গেছে—খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে, এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান দেশে আসতে পারেন, তবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই।

সুতরাং, এআই-নির্মিত ছবিকে তারেক রহমানের দেশে ফেরার আসল ছবি হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular