প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে প্রচারিত “আর্থিক প্ল্যাটফর্ম”–সংক্রান্ত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। মূলত ইন্টারনেটে আগে থেকে থাকা ড. ইউনূসের ভিডিও সংগ্রহ করে এআই–এর সাহায্যে ভয়েস পরিবর্তন ও ভিজ্যুয়াল ক্লিনিং করে এই নকল ভিডিওটি তৈরি করা হয়েছে। ফেক ভিডিওটিতে মানুষকে আর্থিক প্রণোদনা, দ্রুত অর্থ উপার্জনের লোভ এবং প্রতারণামূলক বিনিয়োগ স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছিল।
ভিডিওতে দেওয়া লিংকে প্রবেশ করে দেখা যায়—উপরে “Bdnews24” নামে ভুয়া পরিচয় ব্যবহার করা হলেও ওয়েবসাইটের প্রকৃত ঠিকানা dipperjyww.com, যা একটি প্রতারণামূলক সাইট। সেখানে অবৈধ ও স্ক্যাম–ধরনের প্ল্যাটফর্ম Robo 3000 App–কে প্রচার করা হচ্ছিল।
অতএব, প্রচারিত ভিডিওটি স্পষ্টভাবে প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে তৈরি একটি জালিয়াতিমূলক কনটেন্ট—এর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

