সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুম নয়, তুরস্কের আঙ্কারায় সেফ হাউসে ছিল আমান আজমী ও আরমান—তুরস্ক থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার’ শিরোনামে কালের কণ্ঠের লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা গেছে—কালের কণ্ঠ এ শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং দৈনিক কালের কণ্ঠ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৬ নভেম্বর একটি পোস্ট দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে ভাইরাল ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র:
কালেরকণ্ঠ: https://www.facebook.com/share/p/1DaZDYsKZA/

