সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—১৩ নভেম্বরের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভির নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল: “সেলিনা হায়াৎ আইভি আপনাকে অসংখ্য ধন্যবাদ নারায়ণগঞ্জ দখল করার জন্য।”
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভির নেতৃত্বে কোনো মিছিল হয়নি এবং ভিডিওটির লোকেশনও নারায়ণগঞ্জ নয়। প্রচারিত ভিডিওটি আসলে ২০২২ সালের ২ ডিসেম্বর বরিশালে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র্যালির দৃশ্য।
Barishal24 TV–র ইউটিউবে প্রকাশিত ৬ ডিসেম্বর ২০২২ সালের ভিডিওতে একই ব্যানার, একই স্লোগান এবং অংশগ্রহণকারীদের হাতে থাকা রঙিন বাঁশির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওর ব্যানারে লেখা “ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর, সফল হোক”।
অতএব, আলোচিত ভিডিওটি নারায়ণগঞ্জের নয়—এটি দুই বছর পুরোনো বরিশালের একটি র্যালির ভিডিও, যা বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে ব্যবহার করা হচ্ছে।
তথ্যসূত্র:

