গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে বলা হয়, ভোট বর্জনের পর ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে এবং দেশ গৃহযুদ্ধের পথে যাচ্ছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে জাবির কোনো সম্পর্ক নেই। এটি আসলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাবির মধুর ক্যান্টিনে সংঘটিত ঘটনার ফুটেজ। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা নতুন সংগঠনের ঘোষণা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতি হয়। ওই ঘটনার ভিডিও পরে “Mahbub Rahman” নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।
এছাড়া, প্রথম আলোও “ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে স্পষ্টভাবে ঘটনার বিবরণ রয়েছে। তাই প্রমাণিত হয়, প্রচারিত ভিডিওটি জাকসু নির্বাচনের কোনো সংঘর্ষের নয়। বাস্তবে জাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল ভোট বর্জন করলেও ছাত্রশিবির বা ছাত্রদলের সংঘর্ষের কোনো খবর মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/v/17KrRy4KHB/](https://www.facebook.com/share/v/17KrRy4KHB/ “”)
[https://www.prothomalo.com/politics/kinnes0ng6](https://www.prothomalo.com/politics/kinnes0ng6 “”)

