Google search engine
HomePoliticsপ্রচারিত ভিডিওটি মিথ্যা দাবি, যা আসলে গত বছরের ছাত্রলীগের হামলার ঘটনা

প্রচারিত ভিডিওটি মিথ্যা দাবি, যা আসলে গত বছরের ছাত্রলীগের হামলার ঘটনা

গতকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ছাত্রদল ভোট প্রত্যাখ্যান করে শিবিরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে বহিরাগতদের প্রবেশের কথাও উল্লেখ করা হয়।

তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ডাকসু নির্বাচনের দিনের নয়। এটি আসলে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দৃশ্য। ওইদিন বিকেলে বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে ৩০ জনের বেশি আহত হন।

ভিডিওটি ফখরুল ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছর শেয়ার করা হয়েছিল। একই ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছিল ঢাকা টাইমস, সমকাল ও ডেইলি স্টার। তাই প্রচারিত ভিডিওটি পুরোনো এবং দাবিকৃত ঘটনার সঙ্গে সম্পর্কহীন।

অন্যদিকে ৯ সেপ্টেম্বর ডাকসুর ভোটগণনার সময় শিক্ষক ক্লাবের সামনে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিলেও কোনো সংঘর্ষ হয়নি। যদিও ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেন, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ফলাফলের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেন।

অতএব, প্রচারিত ভিডিওটি মিথ্যা দাবি, যা আসলে গত বছরের ছাত্রলীগের হামলার ঘটনা।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/v/1GS35Uzjv2/](https://www.facebook.com/share/v/1GS35Uzjv2/ “‌”)

[https://www.dhakatimes24.com/2024/07/15/359634](https://www.dhakatimes24.com/2024/07/15/359634 “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular