Google search engine
HomePoliticsপিআর না মানলে দাবি মানাতে প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোট করবে জামায়াতে...

পিআর না মানলে দাবি মানাতে প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোট করবে জামায়াতে ইসলামী’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে—‘পিআর না মানলে দাবি মানাতে প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোট করবে জামায়াতে ইসলামী।’ এতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন।

তবে অনুসন্ধানে প্রমাণ মিলেছে, কালের কণ্ঠ এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডা. শফিকুর রহমানও এমন বক্তব্য দেননি। আসলে কালের কণ্ঠের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

প্রচারিত ফটোকার্ডে প্রকাশের তারিখ হিসেবে ৭ সেপ্টেম্বর ২০২৫ উল্লেখ আছে। কিন্তু কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ওয়েবসাইট যাচাই করে দেখা গেছে, ওই তারিখে কিংবা সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো কনটেন্ট প্রকাশিত হয়নি। দেশের অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও এই দাবির সমর্থনে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

অন্যদিকে, ৮ সেপ্টেম্বর কালের কণ্ঠ নিজস্ব ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, তারা আলোচিত শিরোনামে কোনো সংবাদ প্রকাশ করেনি। বরং তাদের লোগো ব্যবহার করে সম্পাদিত ভুয়া কনটেন্ট ছড়ানো হচ্ছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও একই সতর্কতা দেওয়া হয়েছে।

অতএব, ‘পিআর না মানলে দাবি মানাতে প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোট করবে জামায়াতে ইসলামী’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

তথ্যসূত্র:

কালের কণ্ঠ: https://www.kalerkantho.com/…/social…/2025/09/08/1574660

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular