সম্প্রতি “চাঁদা না দেওয়ায় শাহরিয়ার নাজিম জয়ের রেস্টুরেন্টে ইউসুফ বাহিনী মব চালাচ্ছে” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবিতে বলা হয়, এটি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের রেস্টুরেন্ট ভাঙচুরের দৃশ্য। তবে অনুসন্ধানে এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি।
আসলে ভিডিওটি শাহরিয়ার নাজিম জয়ের রেস্টুরেন্ট নয়, বরং কুমিল্লার কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা। গত ৭ এপ্রিল ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ইসরায়েলি ব্র্যান্ডের বিরুদ্ধে বয়কট ডাক দেয়। এরই অংশ হিসেবে একদল যুবক কুমিল্লার কেএফসিতে হামলা চালায়।
ভিডিওটি প্রথমে ফেসবুকে ‘Sharif Al Islam’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়, যেখানে কুমিল্লায় কেএফসি ভাঙচুর ও লুটপাটের বর্ণনা ছিল।
শাহরিয়ার নাজিম জয়ের রেস্টুরেন্ট ভাঙচুরের কোনো তথ্য গণমাধ্যম বা তার ফেসবুক পেজে পাওয়া যায়নি।
অতএব, কুমিল্লার কেএফসি ভাঙচুরের ভিডিওকে শাহরিয়ার নাজিম জয়ের রেস্টুরেন্টের ঘটনা হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
Sharif Al Islam: https://www.facebook.com/reel/2548769985488054

